Saturday 12 May 2012

উপার্জনের অবৈধ উপায়



ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় উপার্জনের প্রক্রিয়া এবং উপার্জিত বস্তু উভয়ই বৈধ ও হালাল হওয়া অপরিহার্য। অনুরূপভাবে, উপার্জনের অবৈধ পন্থা অবলম্বন এবং হারাম বস্তুর উপার্জন থেকে বেচে থাকাও আবশ্যক।

লেনদেনের এমন প্রত্রিয়া যা পাপ অথবা এমন বস্থুর বেচাকেনা করা যার মূলগত দিক অপবিত্র অথবা যে সব লেনদেনে প্রতারনা বা ধোঁকা রয়েছে বা যাতে অন্যের ক্ষতির আশংকা রয়েছে, উপার্জনের এ জাতীয় প্রক্রিয়া ইসলামের অর্থনীতির দৃষ্টিতে হারাম। যেমন সুদ, ঘুষ, জুয়া ও লটারি, প্রতারনা, ওজনে কম দেওয়া, ভেজাল মিশানো, হারাম বস্তুর ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই ও জবর-দখল এবং মজুতদারী ও কালোবাজারি ইত্যাদি।

No comments:

Post a Comment