Friday 20 April 2012

মদ পানের শাস্তি



সকল ফিকহ্‌ শাস্ত্রবিদের মতে মদ্যপায়ীকে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক শাস্তি প্রদান করা ওয়াজিব। ইমাম আযম আবূ হানীফা (র.) এবং ইমাম মালিক (র.)-এর মতে মদ্যপায়ীর শাস্তি আশি বেত্রাঘাত। সাহাবীগণের যুগে আশি বেত্রাঘাতের উপর ঐকমত্য স্থাপিত হয়।[ক]

শাস্তির শর্ত
নেশাগ্রস্ত ব্যক্তির উপর শরী’আতের -হদ্‌- প্রয়োগের ক্ষেত্রে নিন্মোক্ত শর্তাবলী পাওয়া জরুরীঃ
১. জ্ঞান সম্পন্ন হওয়া। পাগলের উপর হদ্‌ জারী করা যাবে না।
২. বয়ঃপ্রাপ্ত হওয়া। অপ্রাপ্ত বয়স্কের প্রতি শাস্তি প্রয়োগ করা হবে না।
৩. মুসলমান হওয়া। কাফির ব্যক্তির উপর হদ্‌ প্রযোজ্য নয়।
৪. ইচ্ছাপূর্বক সেবনকারী হওয়া। ভুলবশত সেবন করলে বা জোরপুর্বক সেবন করানো হলে তার উপর হদ্‌ প্রযোজ্য হবে না।
৫. মুযতার বা প্রাণ বাঁচানোর তাগিদে মদ পান করলে তার উপর হদ্‌ প্রযোজ্য হবে না।[খ]


ক. তিরমিযী, সূত্রঃ মিশকাত, পৃ.১৬৫
খ. তিরমিযী, সূত্রঃ মিশকাত, পৃ.১৬৪

No comments:

Post a Comment