Sunday 29 April 2012

প্রফিডেন্ট ফান্ড



প্রফিডেন্ট ফান্ড হলো, ঐ টাকা যা সরকার বা কোন কোম্পানি তার কর্মচারীদের বেতন থেকে বাধ্যতামূলক কেটে রাখে। এরপর কর্মচারীদের চাকরি শেষে বা মৃত্যুর পর সরকার বা কোম্পানির পক্ষ হতে জমাকৃত টাকার সাথে আরো টাকা সহ তা কর্মচারীদেরকে প্রদান করা হয়ে থাকে। এ টাকার প্রকৃত মালিক স্বয়ং কর্মচারীই।
তবে চাকরিতে থাকা অবস্থায় সে নিজ ইচ্ছামতো ঐ টাকা খরচ করার কোন অধিকার রাখে না। এ টাকা তার ইখ্‌তিয়ারে নয় বিধায় এ টাকা সরকার বা কোম্পানির নিকট ঋণ হিসাবে গন্য হবে।[ক]


ক. জাদীদ ফিক্‌হী মাসাইল, ১ম খন্ড, মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী।

No comments:

Post a Comment